
স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ১৩ জানুয়ারী দুপুর ২টায় আছিম বাজার আনন্দ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের নিজস্ব কার্যালয়ে থেক এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ইনচার্জ ওসমান গনির সভাপতিত্বে, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আই এফ আই সি ব্যাংক পিএলসি ধনবাড়ি শাখার ম্যানেজার রিপন বাবু, উপ-শাখা ভবন মালিক আনন্দ তরফদার সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী।
অনুষ্ঠানে আগত সবাই আইএফঅ ব্যাংকের এ ধরণের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরণের মানবিক কর্মসূচী অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন আই এফ আই সি ব্যাংক পিএলসি ধনবাড়ি শাখার ম্যানেজার রিপন বাবু।