মোবারক হোসাইন(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমে আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজে আই এফ আই সি ব্যাংক পিএলসি টাঙ্গাইলের ধনবাড়ি শাখার অধিনে আছিম বাজার উপ শাখার আয়োজনে আগামীর প্রজন্মকে অর্থনৈতিকভাবে শক্তিশালীর মাধ্যমে স্বাক্ষরতার বিস্তার এবং প্রসার ঘটাতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আই এফ আই সি ব্যাংক পিএলসি ধনবাড়ি শাখার ম্যানেজার রিপন বাবু, শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন, লোন অফিসার সায়মা সুলতানা, মার্কেটিং অফিসার মাহমুদুল হাসান ও প্রতিষ্ঠানটির শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন আই এফ আই সি ব্যাংক পিএলসির আছিম বাজার উপ শাখার অফিসার ইনচার্জ ওসমান গনি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্যে আই এফ আই সি ব্যাংক পিএলসি ধনবাড়ি শাখার ম্যানেজার রিপন বাবু ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা করেন।
এসময় তিনি আর্থিক পরিকল্পনা কি ও সঞ্চয় করা কেন প্রয়োজন এবং বিশেষ করে নারী উদ্যোক্তদের বিভিন্ন প্রকার ঋণ বিতরণ বিষয়ে সম্যক ধারণা উপস্থাপন করেন। পাশাপাশি ব্যাংকটিতে লেনদেন সংক্রান্ত বিষয়ে শিক্ষক, শিক্ষার্থীদের বাইরেও সাধারণ মানুষকে সংযুক্ত করার প্রক্রিয়া ও এর উপকারিতা উপস্থাপন করেন। পরে শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
দৈনিক ঢাকা প্রতিদিন এর উদ্দেশ্য হলো সঠিক, এবং সার্বজনীন সংবাদ সরবরাহ করা। আমরা সত্যের বিশ্বাসী এবং স্বাধীন প্রতিবেদনকারী, নির্ভিক, এবং নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: ১০৫, বেগম রোকেয়া সরণী, মিরপুর- ১০, ঢাকা-১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।