
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর শহরে যানজট নিরসনে পৌর শ্রমিক দলের উদ্যাগে ও পৌর শ্রমিক দলের আহ্বায়ক জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে যানবাহন নির্বিঘ্নে চলাচলের নিরাপত্তায় নিয়োজিত ২০ জন স্বেচ্ছাসেবককে আনুষ্ঠানিক ভাবে এপ্রন ও বাঁশি প্রদান করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার পরে শহরের কে আই সিনিয়র ফাজিল মাদ্রাসা রোডের পৌর শ্রমিক দলের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ এপ্রন ও বাঁশি প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান। বক্তব্যে তিনি পৌর শ্রমিক দলের এ উদ্যোগকে স্বাগত জানান। বলেন, এ কার্যক্রমের মাধ্যমে যানজট নিরসন ও সড়কে শৃংখলা ফিরবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, ওমর ফারুক মাস্টার, কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি সুরুজ আলী মেম্বার, শ্রমিক দল নেতা ফজলুল হক, কামরুজ্জামান বিপ্লব, উজ্জ্বল মিয়া ও বাবুল মিয়া প্রমুখ।