স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ১৩ জানুয়ারী দুপুর ২টায় আছিম বাজার আনন্দ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের নিজস্ব কার্যালয়ে থেক এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ইনচার্জ ওসমান গনির সভাপতিত্বে, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আই এফ আই সি ব্যাংক পিএলসি ধনবাড়ি শাখার ম্যানেজার রিপন বাবু, উপ-শাখা ভবন মালিক আনন্দ তরফদার সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী।
অনুষ্ঠানে আগত সবাই আইএফঅ ব্যাংকের এ ধরণের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরণের মানবিক কর্মসূচী অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন আই এফ আই সি ব্যাংক পিএলসি ধনবাড়ি শাখার ম্যানেজার রিপন বাবু।
আমাদের সম্পর্কে
দৈনিক ঢাকা প্রতিদিন এর উদ্দেশ্য হলো সঠিক, এবং সার্বজনীন সংবাদ সরবরাহ করা। আমরা সত্যের বিশ্বাসী এবং স্বাধীন প্রতিবেদনকারী, নির্ভিক, এবং নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: ১০৫, বেগম রোকেয়া সরণী, মিরপুর- ১০, ঢাকা-১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।