
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমে এক্টিভ ক্রিকেট একাডেমির আয়োজনে দ্যা হান্ড্রেড বল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ও শ্যামগঞ্জ প্রিমিয়ার লিগের ২য় আসরের মেগা ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শ্যামগঞ্জ টাইগার্স একাদশ এবং শ্যামগঞ্জ ফাইটার্স একাদশ। নির্ধারিত ওভারের খেলায় ৪ উইকেটে বিজয়ী হওয়ায় গৌরব অর্জন করে শ্যামগঞ্জ ফাইটার্স একাদশ।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ও এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ হারুন অর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাক ব্যাংকের ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্রান্স ম্যানেজার কৃষিবিদ আব্দুল্লাহ আল মাহমুদ সুজন।
বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শৃংখলা, চেতনা ও দায়িত্ববোধ সঠিক থাকে। খেলাধুলার মতো পক্ষ বিপক্ষের অংশ গ্রহণের মাধ্যমে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মান করতে হবে। এসময় তিনি এ ধরনের আয়োজনের জন্য আছিম এক্টিভ ক্রিকেট একাডেমি ও ডাঃ হারুন অর রশীদকে ধন্যবাদ জানান।
এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের আহ্বায়ক ওয়ালি উল্লাহ, শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাদেকুর রহমান, সমাজসেবক ফয়সাল আহমেদ রেজা আকাশ, শ্যামগঞ্জ টাইগার্সের সত্বাধিকারী মতিউর রহমান শরিফ, টিম ম্যানেজার নয়ন মিয়া, শ্যামগঞ্জ ফাইটার্সের সত্বাধিকারী এজিএম ফাহাদ ও এক্টিভ ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক তুহিন মিয়া সহ অন্যান্যরা।
এর আগে খেলার শুরুতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছিম বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক রুহুল আমীন সহ অন্যান্যরা।
পরে বিজয়ী দল শ্যামগঞ্জ ফাইটার্সকে চ্যাম্পিয়ন পুরস্কার নগদ ২৫ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।
এছাড়াও রানার্সআপ দল শ্যামগঞ্জ টাইগার্সকে পুরস্কার স্বরূপ প্রাইজ মানি ১৬ হাজার টাকা প্রদান করেন অতিথিবৃন্দরা।