স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাগ্রত আছিম গ্রন্থাগার এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৫ মার্চ ২০২৫ ইং) সকাল ১০.০০টায় আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার শুভ উদ্বোধন এবং সেরা পাঠকদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন- কৃষিবিদ আবদুল্লাহ আল মাহমুদ সুজন, ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার, ব্র্যাক ব্যাংক পিএলসি।
সভাপতিত্ব করেন- গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা, শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ আসাদুজ্জামান আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেছেন- শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শ্রদ্ধেয় মোহাম্মদ সাদেকুর রহমান, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ গোলাম ফারুক, গ্রন্থাগারের উপদেষ্টা শ্রদ্ধেয় মোজাম্মেল হক শুভাকাঙ্খী ফয়সাল আকাশ।
এসময় ২০২৪ সালে গ্রন্থাগার থেকে সবচেয়ে বেশি বই পড়ুয়া ১৬ জন সেরা পাঠক এবং বই পাঠ কর্মসূচি ২০২৫ এর সেরা ২০ জন পাঠককে পুরষ্কৃত করা হয়েছে। এছাড়াও তিনদিন ব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করেছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বই মেলায় সার্বিক সহযোগিতায় করেন: বেনজিন প্রকাশন, পড়ুয়া বুকশপ এবং আলহাজ্ব আফতাব উদ্দিন ফাউন্ডেশন।
১৫ মার্চ থেকে ১৭ মার্চ, শনিবার, রবিবার এবং সোমবার প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত এই বইমলা চলমান থাকবে।
আমাদের সম্পর্কে
দৈনিক ঢাকা প্রতিদিন এর উদ্দেশ্য হলো সঠিক, এবং সার্বজনীন সংবাদ সরবরাহ করা। আমরা সত্যের বিশ্বাসী এবং স্বাধীন প্রতিবেদনকারী, নির্ভিক, এবং নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: ১০৫, বেগম রোকেয়া সরণী, মিরপুর- ১০, ঢাকা-১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।