
স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলহাজ্ব আফতাব উদ্দিন ফাউন্ডেশন’ এর উদ্যোগে অসহায়-দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সালাহ্ উদ্দিন এর সভাপতিত্বে ভবানীপুর বড়বাড়িতে সকাল ১০ ঘটিকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফজলুল হক মাস্টার, আলহাজ্ব মুসলেম উদ্দীন, আলহাজ্ব আঃ লতিফ চৌধুরী, আলহাজ্ব মোতালেব হোসেন, মোতাসিন বিল্লাহ্, মোঃ হেলাল উদ্দিন, মতিউর রহমান লোহান, মোঃ বছির উদ্দিন, মোঃ সাবিউদ্দিন, মোঃ সানোয়ার হোসেন, গোলাম আহমেদ নাদিত প্রমুখ।
অতিথি বৃন্দ বলেন, আলহাজ্ব আফতাব উদ্দিন ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত ফুলবাড়িয়ায় আর্তমানবতার কল্যাণে নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংগঠনের সকল সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তার লাভ করুক সেই কামনা করেন।
আলোচনা শেষে, আলহাজ্ব আফতাব উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নে বেশ কয়েকটি দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়েছেন দুস্থ অসহায় পরিবারে লোকজন। ঈদ উপহার পেয়ে তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া জানায় ও আলহাজ্ব আফতাব উদ্দিন এর জন্য আল্লাহ কাছে দোয়া করেন এবং বলেন ঈদটা এইবার আমাগো ভালই কাটবো।
আলহাজ্ব আফতাব উদ্দিন ফাউন্ডেশন এর পরিচালক মোঃ সালাহ্ উদ্দিন বলেন, “ঈদ মানেই পরিবারকে একত্রে নিয়ে আনন্দ ভাগাভাগি করা” সেই লক্ষ্যকে সামনে রেখে আলহাজ্ব আফতাব উদ্দিন ফাউন্ডেশনের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে দুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।