
স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ফুলবাড়ীয়ার আয়োজনে দোয়া ও ইফতার মাহ-ফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ময়মনসিংহ নগরীর বিএনপি অফিস রোডের সিবিএসটি কলেজে দোয়া ও ইফতার মাহফিলে ফুলবাড়ীয়া উপজেলার পৌরসভা ও ১৩টি ইউনিয়ন থেকে তারুণ্যের ফুলবাড়ীয়ার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ, স্বদেশ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ কামরুল হাসান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন ফুলবাড়ীয়া উপজেলায় তারুণ্যের ফুলবাড়ীয়ার সমাজ সেবামূলক কার্যক্রমের প্রস-ংশা করেন।
বলেন, তারুণ্যের ফুলবাড়ীয়ার সদস্যরা যদি চায় এবং তাদের শ্রম ও মেধা সঠিকভাবে ব্যয় করে তাহলে ফুলবাড়ীয়ার বেকার সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মন-সিংহ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, তারুণ্যের ফুলবাড়ীয়ার আহ্বায়ক আরিফ রাব্বানী ও সদস্য সচিব এসএম আবু সাইদ প্রমুখ।পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়।