
ময়মনসিংহ ব্যুরো: বিদায় কেবল একটি অনুষ্ঠান নয়, এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন এক অধ্যায়ের সূচনা। এ যেন এক মধুর সুরের বিদায়, যেখানে মিশে আছে শৈশব ও কৈশোরের স্মৃতির মিষ্টি সুর। এই বিশেষ দিনে শিক্ষার্থীরা তাদের অতীতের দিকে তাকায়, যেখানে রয়েছে বন্ধুদের সাথে হাসি-খুশির মুহূর্ত, শিক্ষকদের পথনির্দেশনা, জ্ঞান অর্জনের আনন্দ, পরীক্ষার ভয় এবং সাফল্যের উল্লাস – যেন এক অমূল্য সম্পদের ভাণ্ডার।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলফা কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও মডেল টেস্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার(২৪ মার্চ)দুপুরে উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলফা কোচিং সেন্টারের পরিচালক মোঃ আব্দুল হামিদ,সঞ্চালনায় শিক্ষক রাকিব হাসান।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাসুদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিটি কনসালটেন্ট তৌহিদুল ইসলাম,শিক্ষক ডাঃ মোঃ শামীম রেজা, আবুবকর সিদ্দিক,প্রধান শিক্ষক নুরুল ইসলাম,হাবিবুর রহমান,মেডিকেল চান্স পাওয়া শিক্ষার্থী শাহরিয়ার হাসান শিহাব,ইমা আক্তার,শিক্ষার্থী শোয়াইফ হোসেন,আফরোজা, জান্নাতুল ফেরদৌস,কামিনী আক্তার জান্নাত,খাদিজাতুল কোবরা প্রমুখ।মেডিকেল চান্স পাওয়ার শিক্ষার্থীদের ও পৃথক পৃথক ভাবে সকল মেধাবী শিক্ষার্থীদের বরণ করেন।
প্রধান অতিথি ডাঃ মাসুদ পারভেজ বলেন, আলফা কোচিং সেন্টার আগামীতে দেশ সেরা হবে।আমি চাই আলফা কোচিংএর শতভাগ সফলতার সাথে পরীক্ষায় পাশ করুক এবং সেই ভাগ সবাই গ্রহন করুক।