
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হতদরিদ্রদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ)বিকেলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি’র নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য বিগ্রেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম বাদলের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পোরব বিএনপির সদস্য আজহারুল আলম রিপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজারুল আলম রিপন বলেন,বিগত জালেম সরকারের অত্যাচার ঘর ছাড়া ছিলাম।পুলিশের মামলা হামলার ভয়ে পালিয়ে থাকতে হয়েছে। জালেম হাসিনা সরকার বিতাড়িত হওয়ার পর আমরা গরীব হতদরিদ্রের পাশে তারেক রহমানের পক্ষ থেকে কিছু ঈদ উপহার নিয়ে হাজির হয়েছি।
Facebook Comments Box