
ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ৪ নং বালিয়ান ইউনিয়নের নয়নমনি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কুরআন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ মার্চ)বিকেলে অনুষ্ঠিত দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশনায়ক তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা ও ৩১ দফা সফল করার লক্ষে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আশিকুল হক আশিক , বিএনপির নেতা আঃ রশীদ বিএ,সাইদুর রহমান সাইদ মাষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম,সেলিম রেজা,বীরমুক্তিযোদ্বা আঃ কাদের,জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার,সবুজ তালুকদার,ইউপি সদস্য শাহাজাহান খান,পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, বিএনপির নেতা তারা মাষ্টার,যুবদলের উমর ফারুক প্রমুখ।