
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হতদরিদ্রদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম সভাপতি, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি, ঢাকার নির্বাহী সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফোরামের সম্মানিত সদস্য কামরুজ্জামান মীর আজাদ। ফোরামের সাধারণ সম্পাদক কুদরতি ই কামাল উজ্জ্বলের সঞ্চালনায় উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ ও যুবদলের নেতা
আনোয়ার হোসেন সেলিম সরকার, ফোরামের সাংগঠনিক সম্পাদক সাবিবর হোসেন রবিন প্রমুখ বক্তব্য রাখেন।
ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আপনাদের আইডি কার্ড নিলাম ভবিষ্যতে আর আসতে হবে না আমরা আগামীতে আপনাদের বাড়িতে উপহার পৌঁছে দিব। আপনারা যদি কেউ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেছেন না তাহলে উন্নয়ন ফোরাম চিকিৎসার ব্যবস্থা করে দিবে। কারো মেয়ের বিয়ে দিতে পারতেছেন না উন্নয়ন ফোরাম সেই বিয়ের ব্যবস্থা করবে ইনশাল্লাহ।ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি, ঢাকার নির্বাহী সভাপতি বলেন, আমি এই এলাকার সন্তান নারীর টানে এসেছি। এলাকার সন্তান হিসাবে আমার একটা দায়িত্ববোধ রয়েছে। এজন্য এলাকাবাসীর হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছি। আগামীতে বিএনপি যখন দেশ শাসন করবে, তখন আমরা আপনারা সবাই ভালো থাকবো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন লন্ডনে আছেন, খুব তাড়াতাড়ি উনি দেশে ফিরবেন, আপনারা উনার জন্য দোয়া করবেন এবং মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।