মোবারক হোসাইন : সকাল হলেই পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিন। সময় তখন মধ্যরাত ২ টার মতো। হঠাৎ আগুন লেগেছে বাড়িতে। কিছু বুঝে উঠার আগেই পুড়ে ছাই সম্পূর্ণ বাড়িটি। এতে মাটি হয়ে গেছে পুরো পরিবারের ঈদ আনন্দ।
বলছিলাম ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের আছিম উত্তর টানপাড়া এলাকার বাসিন্দা আছিম বাজারের ক্ষুদ্র পান বিক্রেতা মজিবুর রহমানের পুড়ে যাওয়া বাড়িটির কথা।
রবিবার (৩০ মার্চ) মধ্যরাত ২ টা। হঠাৎ করেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ঘরে থাকা সকল আসবাবপত্র ও মূল্যবান জিনিস।
ভুক্তভোগীদের তথ্য মতে, বাড়ির মালিক মুজিবুর রহমান বাজারে তার দোকানে ছিলেন। তার এক সন্তান ইতিকাফে অংশ নেওয়ার সুবাদে মসজিদে অবস্থান করছিলেন। বাকীরা ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই আগুন লাগলে প্রতিবেশীদের সহযোগিতায় নিভানোর চেষ্টা করা হয়। কিন্তু আগুনের তীব্রতা বেশী থাকায় তা নেভাতে পারেননি তারা। অনুকূল রাস্তা না থাকায় সঠিক আসতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ী। ততক্ষণে আগুনে পুরে ছাই হয়ে গেছে তাদের সর্বস্ব।
পুড়েছে ঘরে থাকা নিত্যপ্রয়োজনীয় সকল আসবাবপত্র, নগদ টাকা, ধান, চাল, সেলাই মেশিন, ধান মারাইয়ের মেশিন, পানি সেচের সেলু ইঞ্জিন ও প্রয়োজনীয় কাগজপত্র সহ তাদের পরিবারের সবকিছুই। মজিবুর রহমান জানান, এতে তার প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
স্থানীয়রা বলেন, মধ্যরাতে হঠাৎ করে আগুন লাগার খবর পেয়ে আগুন নিভানোর চেষ্টা করা হয়। নেভানো যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারটি নিম্ন বিত্তের। এতে তারা দিশেহারা হয়ে পড়েছে। পরিবারটির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এমতাবস্থায় সরকারের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে পরিবারটির পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আমাদের সম্পর্কে
দৈনিক ঢাকা প্রতিদিন এর উদ্দেশ্য হলো সঠিক, এবং সার্বজনীন সংবাদ সরবরাহ করা। আমরা সত্যের বিশ্বাসী এবং স্বাধীন প্রতিবেদনকারী, নির্ভিক, এবং নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: ১০৫, বেগম রোকেয়া সরণী, মিরপুর- ১০, ঢাকা-১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।