মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার আন্ধারিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশন স্থানীয়ভাবে বিভিন্ন সময় রোগীদের জন্য রক্ত সরবরাহ করে ব্যপক প্রসংশা কুড়িয়েছে। এসময় তিনি সংগঠনটির সভাপতি মামুনুর রশীদ মামুনের দক্ষতা ও পরিশ্রমের জন্য তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি সংগঠনটির পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
আন্ধারিয়া পাড়া কেন্দ্রীয় মারকাজ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার মাহতাব জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশীদ মামুন, প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন মোফাজ্জল, আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের সদস্য আবু সাইদ জুয়েল, মুক্তাগাছা বন্ধন ব্লাড ফাউন্ডেশনের পক্ষে মাসুদ পারভেজ খান ও ফুলবাড়ীয়া জরুরী রক্তদান সংগঠনের পক্ষে মোহাম্মদ অন্তর সহ অন্যান্যরা।
পরে আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে স্থানীয়রা যার যার রক্তের গ্রুপ সনাক্ত করেন। পাশাপাশি এমন আয়োজনের জন্য আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারা।
আমাদের সম্পর্কে
দৈনিক ঢাকা প্রতিদিন এর উদ্দেশ্য হলো সঠিক, এবং সার্বজনীন সংবাদ সরবরাহ করা। আমরা সত্যের বিশ্বাসী এবং স্বাধীন প্রতিবেদনকারী, নির্ভিক, এবং নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: ১০৫, বেগম রোকেয়া সরণী, মিরপুর- ১০, ঢাকা-১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।