
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুরে গ্রামীণ জনপদে বসবাসরত নিম্ন বিত্তের সেবা গ্রহীতাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) ইউনিয়নের ভবানীপুর ফাজিল মাদ্রাসায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আলহাজ্ব ইদ্রিস আলী ময়মননেছা মানবসেবা ট্রাস্ট। এতে নাক, কান, গলা, থাইরয়েড, মেডিসিন, গাইনী, মা ও শিশু, হাড় জোড়া এবং অর্থোপেডিক্স রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয়। এতে আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা সেবা গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ আবু সাইদ শরীফ, রেডিওলজিস্ট ডাঃ জান্নাতুল রুবাইয়া এবং ডাঃ শরীফুজ্জামান শিশির।
আগত সেবাগ্রহীতারা বলছেন, ফুলবাড়ীয়া অথবা ময়মনসিংহে চিকিৎসা সেবা নিতে যাওয়া তাদের জন্য অনেকটা কঠিন ও ব্যয়বহুল। আলহাজ্ব ইদ্রিস আলী ময়মননেছা মানবসেবা ট্রাস্টের এই মহৎ উদ্যোগের ফলে বিনামূল্যে হাতের কাছে চিকিৎসা সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকরা গ্রামের সাধারণ মানুষদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করায় এলাকাবাসী উপকৃত হচ্ছেন।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভবানীপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ তোতা মিঞা। তিনি জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। এটি একটি মহৎ উদ্যোগ। এসময় তিনি এরকম কার্যক্রমের ধারাবাহিকতা প্রত্যাশা করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসকরা জানান, ঈদের ছুটিতে ফ্রি সময়ে গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করেই আলহাজ্ব ইদ্রিস আলী ময়মননেছা মানবসেবা ট্রাস্টের মাধ্যমে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ গ্রামের মানুষ উপকৃত হবেন বলেও প্রত্যাশা করেন তারা।