
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পবিত্র মাহে রামাযান উপলক্ষে ইনসানিয়্যাহ জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে জেলা ভিত্তিক হিফজুল কুরআন, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী শহরের হেলাল কমিউনিটি সেন্টারে হিফজুল কুরআন, হামদ ও নাত প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চলের প্রতিযোগী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার। বক্তব্যে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কৃতিত্বের প্রসংশা করে বিজয়ীদের শুভেচ্ছা জানান। এসময় তিনি ইনসানিয়্যাহ জনকল্যাণ ফাউন্ডেশনের ভবিষ্যত সাফল্য কামনা করে সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রতিযোগিতায় হিফজুল কুরআন, হামদ ও নাত প্রতিযোগিতা পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল করিম সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনসানিয়্যাহ জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা ইসমাইল সিদ্দিকী আবির, ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা মুর্শিদ কারীম আজাদী ও ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুক্তাদির আল হাক্কানী।
সংশ্লিষ্ট তথ্য মতে, জেলা ভিত্তিক ইনসানিয়্যাহ জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের এই কার্যক্রম ফুলবাড়ীয়াতে প্রথম। এর দ্বারা ক্বওমী অঙ্গনের শিক্ষার্থীরা নিজেদের প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠা করছে। ফলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছে। এমন আয়োজনের জন্য ইনসানিয়্যাহ জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা।