মোবারক হোসাইন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে আছিম বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ মামুন।
এসময় তিনি বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।
এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মামুনুর রশীদ মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলার মানুষের অধিকার বাস্তবায়নের জন্য যথেষ্ট। এই দফার বাস্তবায়নে দেশের সংস্কার নিশ্চিত করা সম্ভব হবে। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
গণসংযোগে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শাহজাহান মেম্বার, আব্দুল লতিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ফরাজী, উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তাফা সুরুজ, আব্দুল ওয়াদুদ মাস্টার, আব্দুল হেলিম, প্রভাষক আল আজম লিবলু, আইয়ুব আলী, শফিকুল ইসলাম, সুরুজ বিএসসি, গোলাম রাব্বানী মেম্বার, আব্দুল লতিফ খোকা, মাকসুদ জামান হিটলু, জহিরুল ইসলাম, আব্দুল লতিফ খোকা, ফকরুল ইসলাম, যুবদল নেতা হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, হিমেল চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ওবায়দুল ইসলাম রুবেল, আনোয়ার হোসেন সেলিম, হারুন অর রশীদ, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, সাব্বির হোসেন রবিন, জসিম উদ্দিন সহ আছিম পাটুলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমাদের সম্পর্কে
দৈনিক ঢাকা প্রতিদিন এর উদ্দেশ্য হলো সঠিক, এবং সার্বজনীন সংবাদ সরবরাহ করা। আমরা সত্যের বিশ্বাসী এবং স্বাধীন প্রতিবেদনকারী, নির্ভিক, এবং নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: ১০৫, বেগম রোকেয়া সরণী, মিরপুর- ১০, ঢাকা-১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।