
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার দায়িত্বশীল কতিপয় ব্যক্তির নাম পদবী উল্লেখ করে তাদের বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি মহল।
গত ২১ ফেব্রুয়ারী পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার তিন প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী সংসদের সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানোর তীব্র নিন্দা করে প্রতিবাদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থা’র দায়িত্বশীলদের নাম ও পদবী ব্যবহার করে অসত্য, তথ্যপ্রমাণ বিহীন মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। যার কারণে সংগঠনটির দায়িত্বশীলদের মানহানি ও পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থা’র সুনাম ক্ষুন্ন হচ্ছে।
দায়িত্বশীলরা বলছেন, প্রতিষ্ঠার পর থেকেই পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার সকল পর্যায়ের সমন্বয়ের মাধ্যমে সংস্থাটি ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে। এতে উদ্দেশ্যমূলক ভাবে কিছু লোক বিভ্রান্তকর তথ্য প্রচার করে যাচ্ছে।
বর্তমান পরিচালনা কমিটির দায়িত্বশীলরা বলছেন, সদ্য সাবেক কমিটির সভাপতি খাইরুল ইসলাম তারার কাছে তার সময়ের হিসাব চাওয়া হলে তিনি মিথ্যা এবং ভিত্তিহীন একটি ভিডিও প্রচার করে সংগঠনকে বিতর্ক করার অপচেষ্টা শুরু করেছে। এসময় তারা দ্রুত খাইরুল ইসলাম তারার নিকট তার সময়ের সকল হিসাব সংগঠনে উপস্থাপনের আহ্বান জানান।
তবে এ ব্যাপারে জানতে চাইলে সদ্য সাবেক পরিচালনা কমিটির সভাপতি খাইরুল ইসলাম তারা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। বলেন, তার কাছে কোন হিসাব বা তথ্য নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও উপজেলাবাসীকে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সংস্থাটি তার ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখে মানবসেবা পরিচালনা করে যাবে বলে অঙ্গিকার জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলের প্রত্যন্ত অসহায় মানুষদের সহযোগিতা প্রদান করে আসছে পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থা। সংস্থাটির প্রতিষ্ঠাতা প্যানেল, উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী সংসদ ও সদস্য মন্ডলীদের পাশাপাশি দেশে অবস্থানরত স্বেচ্ছাসেবকদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি বহাল রয়েছে। এই কমিটি সর্বদা সংগঠনের কাজ পরিচালনা করে যাচ্ছে।