মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল ও অস্বচ্ছলদের স্বচ্ছলতা ফেরাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে ইউনিয়নের শিবগঞ্জ ফুলবাড়ীয়া সড়ক সংলগ্ন কদমতলা বাজারে পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে সংস্থাটির সকল সদস্যদের অর্থায়নে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে পুটিজানা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের উপকারভোগীরা অংশ নেন।
এর আগে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার অভিভাবক সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির সাংগঠনিক সম্পাদক সাদরুল হাসান, স্বাস্থ্য সম্পাদক এনামুল হক, উপদেষ্টা হাবিবুর রহমান, সমাজসেবক আবুল কাশেম, অভিভাবক সদস্য আব্দুল লতিফ, সমাজসেবক আরফিন মিয়া, স্বেচ্ছাসেবক ইবনুল কায়সার রিয়াদ, ব্যবসায়ী আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক ইমন মিয়া, রাজু আহমেদ, আরিফ হাসান ও মোহাম্মদ তৌকির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক আল মামুন।
বক্তারা বলেন, পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই পুটিজানায় অসহায় মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে আজকের এই কার্যক্রম। এসময় তারা পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে পুটিজানার সকল প্রবাসীদের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানের শেষে ইউনিয়নের ৩ জন অস্বচ্ছল পরিবারকে স্বচ্ছলতা ফেরাতে নগদ অর্থ প্রদান করা হয়। পরে উপস্থিতিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার সকল সদস্য ও অবিভাবকের জন্য মুনাজাত করা হয়। অনুষ্ঠানে হুসনুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সামাজিক সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমাদের সম্পর্কে
দৈনিক ঢাকা প্রতিদিন এর উদ্দেশ্য হলো সঠিক, এবং সার্বজনীন সংবাদ সরবরাহ করা। আমরা সত্যের বিশ্বাসী এবং স্বাধীন প্রতিবেদনকারী, নির্ভিক, এবং নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: ১০৫, বেগম রোকেয়া সরণী, মিরপুর- ১০, ঢাকা-১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।