মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেলে ইউনিয়নের বড়বিলা ঈদগা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে ফুলবাড়ীয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রকৌশলী শামছউদ্দিন আহমেদের পুত্র ও বিএনপি নেতা তানভীর আহমেদ রানার পক্ষ থেকে ইফতার মাহফিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ও আগামী নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী তানভীর আহমেদ রানা ফুলবাড়ীয়ার রূপকার তার বাবা সাবেক এমপি শামছউদ্দিন আহমেদের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে আগামী সংসদ নির্বাচনে সকলেন সমর্থন প্রত্যাশা করেন। এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে কাজ করার আহ্বান জানান।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আজিজুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ সাজু, কামরুজ্জামান মীর আজাদ, সদস্য সোলাইমান রিপন, শহিদুজ্জামান কাঞ্চন, প্রভাষক জাহাঙ্গীর কবির, ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন তালুকদার, সহ সভাপতি জাকির হোসেন শহিদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকন সহ উপজেলা বিএনপি এবং ভবানীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান রুমান।
বক্তারা বলেন, ফুলবাড়ীয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রকৌশলী শামছউদ্দিন আহমেদ তার সময়ে এই আসনের ব্যপক উন্নয়ন সাধন করেছিলেন। তিনি আমৃত্যু দলের জন্য সংগ্রাম করে গেছেন। তার সন্তান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাই ফুলবাড়ীয়াকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে গঠন করতে তানভীর আহমেদ রানাকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রত্যাশা করেন তারা।
আমাদের সম্পর্কে
দৈনিক ঢাকা প্রতিদিন এর উদ্দেশ্য হলো সঠিক, এবং সার্বজনীন সংবাদ সরবরাহ করা। আমরা সত্যের বিশ্বাসী এবং স্বাধীন প্রতিবেদনকারী, নির্ভিক, এবং নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: ১০৫, বেগম রোকেয়া সরণী, মিরপুর- ১০, ঢাকা-১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।