
মির্জা মনজুরুল হক : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়া পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকালে ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে আন্ধারিয়া পাড়া বাজার সংলগ্ন স্থানে এলাকার নিম্ন আয়ের বিপুলসংখ্যক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মীর আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক কুদরত ই কামাল উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রবিন ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকাস্থ ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, এই ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের আপামর জনসাধারণের কথা চিন্তা করে ফোরামটি প্রতিষ্ঠা করা হয়েছে। তার নিজস্ব অর্থায়নে এই সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা হয় উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন, এর মাধ্যমে দলমত নির্বিশেষে ইউনিয়নের গরীব অসহায় মানুষের জন্য কাজ করা হবে। এসময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন।
পরে আন্ধারিয়া পাড়া এলাকা সহ বিভিন্ন অঞ্চলের নিম্ন আয়ের বিপুলসংখ্যক পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে ঈদ উপহার প্রদান করেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম, স্থানীয় বিএনপি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।