
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং ফুলবাড়ীয়া আসনের সাবেক এমপি প্রয়াত প্রকৌশলী শামছউদ্দিন আহমেদের পুত্র বিএনপি নেতা তানভীর আহমেদ রানার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মার্চ) বিকেলে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নাওগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর আহমেদ রানা ফুলবাড়ীয়ার রূপকার সাবেক এমপি শামছউদ্দিন আহমেদের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে আগামী সংসদ নির্বাচনে সকলেন দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মীর আজাদ। বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ীয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শামছউদ্দিন আহমেদ তার সময়ে ফুলবাড়ীয়া আসনে ব্যপক উন্নয়ন সাধন করেছিলেন। তিনি আমৃত্যু দলের জন্য সংগ্রাম করে গেছেন। তার সন্তান তানভীর আহমেদ রানা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি বলেন, ফুলবাড়ীয়াকে উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করতে তানভীর আহমেদ রানার বিকল্প নেই।
ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপির সদস্য প্রভাষক জাহাঙ্গীর কবির, সোলাইমান রিপন, মফিজ উদ্দিন আকন্দ, বিএনপি নেতা উজ্জ্বল হোসাইন, উপজেলা যুবদলের কোষাধ্যক্ষ আব্দুর রহিম, কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, যুবদল নেতা মুনায়েম খান, বাবুল হোসেন, মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম মল্লিক, যুবদল নেতা সিদ্দিক হোসাইন, সাহেব আলী ও সজিব সরকার সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।