
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাবুগঞ্জে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী আনন্দ উৎযাপনের অংশ হিসেবে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে রাঙামাটিয়া ইউনিয়নের তরুণদের উদ্যোগে বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করে বর অনন্তপুর ও পাহাড় অনন্তপুর একাদশ এবং বিষ্ণুরামপুর ও আনুহাদী একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের অংশ গ্রহণে আনন্দঘন পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডাঃ হুমায়ূন কবির বাবুল।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষাজীবনের স্মৃতি চারণ করেন। পাশাপাশি সকলের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এবং এই অঞ্চলের খেলাধুলাকে এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলেও অঙ্গিকার ব্যক্ত করেন।
রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহের এডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আব্দুল কাদের চৌধুরী, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী হীরা, সমাজসেবক আজহারুল ইসলাম সেলিম মাস্টার, আবু সাইদ মির্জা, প্রভাষক জহিরুল ইসলাম বুলবুল, খোরশেদ আলম, শাহরিয়ার আহমেদ বুলবুল, ব্যাংক কর্মকর্তা রমজান আলী, ইউপি সদস্য আব্দুল বারেক এবং কামরুজ্জামান বাবুল। অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম।
পরে খেলার বিজয়ী দল ও খেলোয়াড়, খেলা পরিচালক, ম্যান অব দ্যা ম্যাচ সহ অন্যান্যদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ হুমায়ূন কবির বাবুল সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবক ও ছাত্রনেতা মামুন সিকদার ও মোহাম্মদ রানা।