মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ইউনিয়নের পলাশতলী পশ্চিমপাড়া মুছার মিল সংলগ্ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য মঈনুদ্দিন খান সিফাত। বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা সহ দেশের নৈতিকতা ধ্বংস করেছে। বলেন, ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা ভ্রষ্ট শিক্ষার্থীদের সঠিক পথে নিয়ে আসতে কাজ করে। এছাড়াও রাজনীতির মাঠে নৈতিক উন্নতি সাধনে গুরুত্ব দেয় ইসলামী ছাত্র আন্দোলন।
জোরবাড়ীয়া বালিকা দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে রাধাকানাই ইউনিয়নের ইসলামী ছাত্র আন্দোলন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে রেজাউল করিম, সহ সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ করিম এবং সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জল হোসেনের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মঈনুদ্দিন খান সিফাত। পরে তাদের শপথ বাক্য পাঠ করান তিনি।
আমাদের সম্পর্কে
দৈনিক ঢাকা প্রতিদিন এর উদ্দেশ্য হলো সঠিক, এবং সার্বজনীন সংবাদ সরবরাহ করা। আমরা সত্যের বিশ্বাসী এবং স্বাধীন প্রতিবেদনকারী, নির্ভিক, এবং নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: ১০৫, বেগম রোকেয়া সরণী, মিরপুর- ১০, ঢাকা-১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।