ময়মনসিংহ ব্যুরো: ২৬ মার্চ ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ২৬ মার্চের ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ৯ মাসব্যাপী এই যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় অর্জন করে এবং বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
বুধবার (২৬ মার্চ) সারাদেশের ন্যায় ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ-সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের আহবায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না,সদস্য সচিব এডভোকেট মীর লুৎফর রহমান ফরহাদ,যুগ্ম আহবায়ক রফিকুল আলম শহীদ,সদস্য শামসুল হক মাষ্টার,আফজাল হোসেন,মহিউদ্দিন লিটন,রফিকুল ইসলাম মন্ডল, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার প্রমুখ।
আমাদের সম্পর্কে
দৈনিক ঢাকা প্রতিদিন এর উদ্দেশ্য হলো সঠিক, এবং সার্বজনীন সংবাদ সরবরাহ করা। আমরা সত্যের বিশ্বাসী এবং স্বাধীন প্রতিবেদনকারী, নির্ভিক, এবং নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: ১০৫, বেগম রোকেয়া সরণী, মিরপুর- ১০, ঢাকা-১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।