
মোবারক হোসাইন: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর এলাকায় স্বদেশ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারী) ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়ীয়া হেল্থ কেয়ার লিমিটেডের সহযোগিতায় এবং তারুণ্যের ফুলবাড়ীয়ার বাস্তবায়নে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ীয়া হেল্থ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ও স্বদেশ হাসপাতালের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানবতার কল্যাণের নিমিত্তে স্বদেশ হাসপাতাল ও হেল্থ কেয়ার সৃষ্টি হয়েছে। হাসপাতাল দুটি ব্যবসায়ীক উদ্দেশ্যে সৃষ্টি হয়নি। এখানে অন্যান্য সাধারণ হাসপাতালের ন্যায় চিকিৎসকদের জন্য কোন লভ্যাংশ থাকেনা বরং সেটা রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়।
তিনি বলেন, অসহায়, গরীব ও প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে স্বদেশ হাসপাতালে। এসময় তিনি প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বদেশ হাসপাতালের উদ্যোগকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাবুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সমাজসেবক মোস্তাফিজুর রহমান, স্বদেশ হাসপাতালের মার্কেটিং ম্যানেজার সিয়াম আল হাসান শুভ, হেল্থ কেয়ার লিমিটেডের পরিচালক এনামুল হক, তারুণ্যের ফুলবাড়ীয়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাইদ, সদস্য দেলোয়ার হোসাইন, সিরাজ আল মাহমুদ তারেক, খাইরুল ইসলাম ও হাফেজ মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ভবানীপুর এলাকার চিকিৎসা গ্রহীতাগণ বিনামূল্যে সেবা গ্রহণ করেন। এতে রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন স্বদেশ হাসপাতাল এবং হেল্থ কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। পরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এছাড়াও রোগী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নেন তিনি।