ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ১১নং রাধাকানাই ইউনিয়নের রাধাকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ মার্চ)বিকেলে অনুষ্ঠিত দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশনায়ক তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা ও ৩১ দফা সফল করার লক্ষে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির নেতা কৃষিবিদ মোহাম্মদ কাদির তরফদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আশিকুল হক আশিক , বিএনপির নেতা রফিকুল ইসলাম মাখন,মামনুল হক, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাঞ্চন মাষ্টার,পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল,কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া,যুবদলের তুষার ইমরান তরফদার প্রমুখ।
আমাদের সম্পর্কে
দৈনিক ঢাকা প্রতিদিন এর উদ্দেশ্য হলো সঠিক, এবং সার্বজনীন সংবাদ সরবরাহ করা। আমরা সত্যের বিশ্বাসী এবং স্বাধীন প্রতিবেদনকারী, নির্ভিক, এবং নির্ভরযোগ্য সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: ১০৫, বেগম রোকেয়া সরণী, মিরপুর- ১০, ঢাকা-১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।