স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): গতকাল মঙ্গলবার সারাদেশে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি। চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। দেশের ৪ কোটি পরিবারের মধ্যে ১ কোটি ২২ লাখ অর্থনৈতিক পরিবার বা ইউনিট আছে। সেখান থেকে তথ্য সংগ্রহ করা হবে।
অর্থনৈতিক শুমারি তথ্য সংগ্রহ করার জন্য ফুলবাড়ীয়া উপজেলায় যে সকল সুপারভাইজার ও গণনাকারী নিয়োগ করা হয়েছে, অধিকাংশ পরিসংখ্যান অফিসের সাজেদা ও যারা চাকুরী করেন তাদের নিজেস্ব ও আত্মীয় স্বজন। যেটুকু জানা গেছে পরিসংখ্যান অফিসে ফুলবাড়ীয়ায় দ্বায়িত্বে থাকা সাজেদা পছন্দের লোক দিয়েই এবারের অর্থনৈতিক শুমারি হচ্ছে।
এই নিয়োগ বাতিল করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
Facebook Comments Box