
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার আন্ধারিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশন স্থানীয়ভাবে বিভিন্ন সময় রোগীদের জন্য রক্ত সরবরাহ করে ব্যপক প্রসংশা কুড়িয়েছে। এসময় তিনি সংগঠনটির সভাপতি মামুনুর রশীদ মামুনের দক্ষতা ও পরিশ্রমের জন্য তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি সংগঠনটির পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
আন্ধারিয়া পাড়া কেন্দ্রীয় মারকাজ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার মাহতাব জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশীদ মামুন, প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন মোফাজ্জল, আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের সদস্য আবু সাইদ জুয়েল, মুক্তাগাছা বন্ধন ব্লাড ফাউন্ডেশনের পক্ষে মাসুদ পারভেজ খান ও ফুলবাড়ীয়া জরুরী রক্তদান সংগঠনের পক্ষে মোহাম্মদ অন্তর সহ অন্যান্যরা।
পরে আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে স্থানীয়রা যার যার রক্তের গ্রুপ সনাক্ত করেন। পাশাপাশি এমন আয়োজনের জন্য আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারা।