
ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ১১নং রাধাকানাই ইউনিয়নের রাধাকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ মার্চ)বিকেলে অনুষ্ঠিত দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশনায়ক তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা ও ৩১ দফা সফল করার লক্ষে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির নেতা কৃষিবিদ মোহাম্মদ কাদির তরফদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আশিকুল হক আশিক , বিএনপির নেতা রফিকুল ইসলাম মাখন,মামনুল হক, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাঞ্চন মাষ্টার,পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল,কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া,যুবদলের তুষার ইমরান তরফদার প্রমুখ।